সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতে অগ্রাধিকার দিতে হবে : রব

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে শ্রমিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বারবার বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে আগুনে দুঃখজনক হত্যাকান্ড সংঘটিত হওয়ায় প্রমাণিত হচ্ছে যে দেশের কারখানাগুলো কোনোক্রমেই নিরাপদ নয় এবং শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না।  শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ রাখতে দেশের সব কারখানায় জরুরি তদারক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ লক্ষ্যে সনাতনী পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয় আধুনিক অগ্নিনিরোধক ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

ভবনের স্পেস, লোকসংখ্যা অনুপাতে নির্গমন ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিল্ডিং কোড অনুসরণ করে ‘জীবনবান্ধব’ স্থাপনা নির্মাণ করতে হবে। আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে। অগ্নিনির্বাপণ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। দেশের শিল্প-কারখানা স্থাপন ও পরিদর্শনের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার করতে হবে এবং শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর