সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বিক্ষোভের মধ্যে পালিয়েছে তিনজন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) বিক্ষোভের সময় তিন শিশুবন্দী পালিয়ে গেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ গতকাল যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে বিষয়টি জানাজানি হয়। শনিবার মধ্যরাতের দিকে বিভিন্ন দাবিতে ওই কেন্দ্রে বন্দী শিশু-কিশোররা বিক্ষোভ ও ভাঙচুর চালায়। কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শনিবার রাতে বন্দীরা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করলে জেলা প্রশাসনের সহায়তায় রাত ১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু এর আগেই তিন শিশু সেখান থেকে পালিয়ে যায়। শনিবার রাতে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ‘দেড় শ জনের ধারণক্ষমতার কেন্দ্রটিতে ২৫০ জন বন্দী রয়েছে। বন্দীদের মধ্যে অসন্তোষও রয়েছে। শনিবার রাতের ঘটনার পর আমরা তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।’ বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, করোনাকালে বন্দীদের বাইরে বের হতে দেওয়া হয় না, খাবারের মান খারাপ, খাওয়ার পানির সমস্যা- এ ধরনের বেশ কয়েকটি দাবিতে বন্দীরা বিক্ষোভ শুরু করেছিল। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়। কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, বেশ কিছুদিন ধরে কেন্দ্রের প্রত্যেক বন্দীর খাদ্যের জন্য দৈনিক ৭২ টাকা করে বরাদ্দ দেওয়ার দাবি করা হচ্ছিল।

এ ছাড়া বন্দীদের মধ্যে আলাদা আলাদা কক্ষে সিনিয়র-জুনিয়রভেদে খাদ্য সরবরাহ ও সুযোগ-সুবিধা দেওয়ারও দাবি ছিল তাদের। এসব নিয়েই বিক্ষোভ শুরু করে তারা। প্রথমে কেন্দ্রের আনসার সদস্যরা বিক্ষোভ থামাতে অভিযান চালায়। জেলা পুলিশের শতাধিক সদস্যও ঘটনাস্থলে আসেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর