শিরোনাম
মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

রংপুরে মডার্নার টিকা পাবেন নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মডার্নার ১২ হাজার ডোজ টিকা রংপুরে এসে পৌঁছেছে। এ টিকা শুধু রংপুর সিটি করপোরেশনের বাসিন্দাদের দেওয়া হবে। আজ সকালে নির্ধারিত কেন্দ্রগুলোয় দ্বিতীয় পর্যায়ের গণটিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম ডোজ হিসেবে ১২ হাজার জনকে এ টিকা দেওয়া হবে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। রবিবার মধ্যরাতে ভ্যাকসিনবাহী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। সিভিল সার্জনের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ভ্যান থেকে ১২ হাজার ডোজের তিনটি কার্টন নামিয়ে ইপিআর স্টোরে সংরক্ষণ করেন। টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে হবে।

সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ‘ঢাকা থেকে ফ্রিজার ভ্যানে পাঠানো মডার্নার টিকার তিনটি কার্টন রংপুর পৌঁছেছে। এসব টিকা কোল্ড চেন মেইনটেইন করে ইপিআর স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। প্রতি কার্টনে ১২০ ভায়াল রয়েছে। প্রতি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে। যাদের বয়স ৩৫-এর নিচে তারা এ টিকা নিতে পারবেন না। আগামী ৩০ দিনের মধ্যে মডার্নার এ টিকা দেওয়া সম্পন্ন হবে।

সর্বশেষ খবর