মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে জমতে শুরু করেছে পশুর হাট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জমেছে পশুহাট। নগরীর উপকণ্ঠে অবস্থিত ‘সিটি হাট’ নামে পরিচিত এই হাটে করোনাভীতি ভুলেই পশু কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ায় আগামী ১৪ জুলাই পর্যন্ত ঘোষিত কঠোর লকডাউন চলছে। বারবার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বলা হচ্ছে। কিন্তু সামাজিক দূরত্বের কোনো বালাই নেই এই পশুহাটে। মাস্কও পরছেন না ক্রেতা-বিক্রেতারা। রবিবার ও বুধবার সাপ্তাহিত হাট হলেও ঈদ ঘনিয়ে আসায় এখন প্রতিদিনই বসছে হাট। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটে কানায় কানায় মানুষে ভর্তি। শুধু রাজশাহী মহানগরীর নয়, বিভিন্ন উপজেলা থেকেও গরুর মালিকরা গরু নিয়ে এসেছেন। কেউ কেউ এসেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকেও। সিটি হাটের পুরো জায়গা জুড়ে শুধু গরু আর গরু। নগরীর বিভিন্ন জায়গা থেকেও ক্রেতারা ভিড় করছেন গরু কিনতে। দেশের নানাপ্রান্ত থেকে এসেছেন ব্যাপারীরাও। দামদরে মিলে গেলে গরু কিনছেন তারা। হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখছে না কেউ। বেশির ভাগ মানুষ ছিলেন না মাস্ক পরে। মাস্ক থাকলেও বেশির ভাগ মানুষই রেখেছেন থুতনিতে ঝুলিয়ে। পুলিশের পক্ষ থেকে বারবার হ্যান্ড মাইকে মাস্ক পরতে বলা হলেও কারও সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। যে যার মতো গরু কেনাবেচায় ব্যস্ত। হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ঈদের তুলনায় এই ঈদে গরুর দাম তুলনামূলক বেশি। মাঝারি আকারের গরু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। তবে বড় আকারে গরু কিনতে হলে ১ লাখ ২০ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে এবার। আরও বড় গরুর দাম ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত।

সর্বশেষ খবর