মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

ঘুষ দিয়েও আশ্রয়ণের ঘর পাননি সুপদ শীল

প্রতিদিন ডেস্ক

আশ্রয়ণের ঘর নিয়ে অভিযোগের শেষ নেই। কোথাও ঘর পেলেও সে ঘরে থাকা যাচ্ছে না, কোথাও জলাবদ্ধতায় পড়ছে ঘর, আবার কোথাও দুর্নীতি চাপা দিতে ঘরই সরিয়ে ফেলা হচ্ছে। নাটোরে সুপদ কুমার শীল নামে একজন ঘুষ দিয়েও ঘর পাননি।

নাটোর : লালপুর উপজেলায় ৭০ হাজার টাকা ঘুষ দিয়েও প্রধানমন্ত্রীর দেওয়া জমি ও বাড়ি থেকে বঞ্চিত সুপদ কুমার শীল। আবার জমিজমা থাকার পরও কীটনাশক ও মুদি দোকানের মালিক আবদুুর রহমান বড় ভাইসহ নলডাঙ্গা ক্লিক মোড়ে দুটি বাড়ি ও জমি বাগিয়ে নিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সেন্টুর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন সুপদ কুমার শীল ও তার স্ত্রী শংকরি রানী শীল। এদিকে নাটোর সদরের দিয়ার সাতুরিয়ার ৯৪টি বাড়ি সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিটি বাড়ির সামনে নর্দমার মতো পচা কাদা।

সর্বশেষ খবর