বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

এডিস মশার লার্ভা পাওয়ায় ২ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল ডিএনসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪৫টি মামলায় ২ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৭টি মামলায় ৮৫ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম ১টি মামলায় ৫০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ৫টি মামলায় ৩০ হাজার ১০০ টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ ৬টি মামলায় ৭০ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন ৩টি মামলায় ১০ হাজার ১০০ টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ ২৩টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর