বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি নিয়ে উত্তাপ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে বেসরকারিভাবে হাসপাতাল নির্মাণ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে শহর। একাধিক শতবর্ষী গাছের ছায়া ও অপরূপ সৌন্দর্যমণ্ডিত সিআরবিকে আগের রূপেই রাখতে চট্টগ্রামের একাধিক বিশিষ্টজনের বিবৃতিসহ আন্দোলনে নামছেন সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ। বিশিষ্টজনরা বলছেন, ‘আমরা হাসপাতাল নির্মাণের বিরোধী নই। প্রাকৃতিক কারণে সংবেদনশীল ও ঐতিহাসিক গুরুত্বের স্থানে এ ধরনের প্রতিষ্ঠান নির্মাণ অনুচিত। চট্টগ্রামে আধুনিক হাসপাতালের প্রয়োজন আছে, তবে তা উপযুক্ত স্থানেই নির্মিত হওয়া বাঞ্ছনীয়।’ জানা গেছে, চট্টগ্রাম নগরীর জনগুরুত্বপূর্ণ সিআরবি, সাত রাস্তার মোড় ও টাইগার পাস ঘিরে থাকা পাহাড় ও উপত্যকায় গাছপালা ঘেরা যে এলাকাটি রয়েছে তা চট্টগ্রামের ফুসফুস হিসেবেই গণ্য হয়। উপকূলবর্তী নদীবেষ্টিত এই পাহাড়ি নগর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যুগ যুগ ধরে দেশি-বিদেশি পর্যটক, ঐতিহাসিক, রাজনীতিক ও আগন্তুকদের মনোযোগ ও প্রশংসা কুড়িয়ে আসছে। এ আকর্ষণের অন্যতম কেন্দ্র আলোচ্য নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ এলাকাটি। কেবল প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই নয়, এটি ঐতিহাসিক কারণেও গুরুত্বপূর্ণ অঞ্চল। ওই এলাকায় ১৯৩০ সালের ইতিহাস-প্রসিদ্ধ চট্টগ্রাম যুববিদ্রোহীরা অর্থ সংগ্রহের জন্য অভিযান চালিয়েছিলেন। তদুপরি সিআরবি ভবনটি দেশের ব্রিটিশ বা কলোনিয়াল স্থাপত্যের বিলীয়মান নিদর্শনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বলেন, হাসপাতালে স্বভাবতই অসুস্থ মানুষের সমাগম ঘটবে, যা এলাকার পরিবেশকে প্রভাবিত করবে। প্রাতঃ ও বৈকালিক ভ্রমণ ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার অধিকার ক্ষুণ্ন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর