শিরোনাম
বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

পিপলস লিজিং বাঁচাতে ১০ সদস্যের বোর্ড গঠন করে দিল হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বিদেশে পলাতক পি কে হালদার কাণ্ডে ডুবতে বসা পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডকে বাঁচাতে ১০ সদস্যবিশিষ্ট একটি বোর্ড গঠন করে দিয়েছে হাই কোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে এ বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চের লিখিত আদেশে এ বোর্ডের তথ্য প্রকাশ করা হয়। গতকাল বোর্ড গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির সাময়িক অবসায়ক মো. আসাদুজ্জামানের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান। কামাল উল আলম ছাড়া বোর্ডর বাকি সদস্যরা হলেন সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শাহীদ ফেরদৌস, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী তৌফিকুল ইসলাম, নুর-এ-খোদা আবদুল মবিন, মওলা মোহাম্মদ, সঞ্চয়কারীদের প্রতিনিধি ড. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির। এ ছাড়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাখা হয়েছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিনকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর