বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

করোনা মোকাবিলায় টিকা গুরুত্বপূর্ণ হাতিয়ার : মীরজাদি সেব্রিনা

ময়মনসিংহ প্রতিনিধি

করোনা সংক্রমণ মোকাবিলায় টিকা গ্রহণ গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। গতকাল সকালে ময়মনসিংহ মেডিকেলে গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এই মুহূর্তে টিকা নিয়ে কোনো গণচ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যতই প্রস্তুতি নেই না কেন, রোগী কমাতে না পারলে কাজ হবে না। এক্ষেত্রে সাধারণ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’ টিকা পাওয়ার চ্যালেঞ্জ মোটামুটি কাটিয়ে উঠেছেন উল্লেখ করে এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘ইতিমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসে গেছে। আমরা আশা করছি এ সপ্তাহে ও পরবর্তী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে আরও টিকা আসবে। আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা এবং পাশাপাশি বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেতে শুরু করেছি।’ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ পেলেও অনেকে দ্বিতীয় ডোজ না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে, এ মাসেই অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর