শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ট্রাকে ট্রলারে গরু আসছে রাজধানীর হাটে

নিজস্ব প্রতিবেদক

ট্রাকে ট্রলারে গরু আসছে রাজধানীর হাটে

দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে ঢাকায় আসছে কোরবানির গরু -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু হতে বাকি আরও এক দিন। তবে আরও কয়েক দিন আগে থেকেই ট্রাকে ট্রলারে গরু আসছে রাজধানীর হাটগুলোয়। অধিকাংশ হাটই সরগরম। ক্রেতা-দর্শনার্থী পশুর দরদাম যাচাই করলেও এখনো বেচাকেনা শুরু হয়নি বলে জানিয়েছেন বিক্রেতা ও ইজারাদাররা। এ বছর করোনাভাইরাসের কারণে গত বছরের তুলনায় কম হাট বসেছে ঢাকায়। এ ছাড়া করোনা প্রতিরোধে হাটগুলোয় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গতকাল রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে। করোনার প্রভাবে গরু বেচাকেনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনে দুটি স্থায়ীসহ ২৫টি হাট বসাতে চাইলেও করোনা সংক্রমণের কারণে এ সংখ্যা কমিয়ে ২০টিতে আনা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন গাবতলী স্থায়ী হাট ছাড়া আরও আটটি অস্থায়ী হাট বসিয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনে সারুলিয়ার স্থায়ী পশুর হাট ছাড়াও ১০টি অস্থায়ী হাট বসানো হচ্ছে। ১৭ জুলাই থেকে ঈদের দিন পর্যন্ত এসব হাটে কোরবানির পশু বেচাকেনা হবে। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শনিরআখড়া পশুর হাটে গিয়ে দেখা যায় সারি সারি দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে গরু নামানো হচ্ছে। নিয়ে যাওয়া হচ্ছে হাটের ভিতর। সেখানে বাঁশ ও তেরপল দিয়ে তাঁবু তৈরি করে রাখা হয়েছে গবাদি পশু। হাটে ক্রেতা না থাকায় বিক্রেতারা খোশগল্পে মেতে আছেন। কেউ কেউ গরুর গোসল ও খাওয়ানোয় ব্যস্ত। কেউ বা নিজেদের খাবার প্রস্তুত করছেন। শাহ জামাল নামে একজন ব্যাপারি জানান, শনিবার শুরু হবে হাট। তবে অনেক ক্রেতা তার আগে ঘুরে ঘুরে গরু দেখছেন। দরদাম জিজ্ঞেস করছেন। দাম শুনেই চলে যান। ৭০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে গরু খুঁজছেন। গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায় ট্রাকের পাশাপাশি ট্রলার থেকেও গরু-ছাগল নামানো হচ্ছে। তবে হাট এখনো শুরু না হওয়ায় ব্যস্ততা নেই ব্যাপারিদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর