শিরোনাম
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

রোগীর বেডে কুকুর ছবি ভাইরাল

নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রোগীর বেডে কুকুর ছবি ভাইরাল

নারায়ণগঞ্জের কভিড ডেডিকেটেড খানপুর ৩০০ শয্যা হাসপাতালে রোগীর বেডে বিশ্রাম নিচ্ছিল এক কুকুর। তখনই এ দৃশ্যটি ধরা পড়ে যায় ক্যামেরায়। সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়ে যায়। তারপর নানা পর্যায়ে শুরু হয় তোলপাড়। ঘটনাটি ছিল ১১ জুলাই রবিবারের। তাই ছবি দেখে প্রশ্ন ওঠে- করোনা ডেডিকেটেড হাসপাতালের ভিতর কীভাবে কুকুর প্রবেশ করতে পারে? এবং সে কুকুর কীভাবেইবা রোগীর বেডে অবস্থান নেয়? অনেকে প্রশ্ন তোলেন হাসপাতালের সিকিউরিটি ব্যবস্থা নিয়ে।

অনেকে ব্যঙ্গ-বিদ্রুপেও মেতে ওঠেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক আবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘করোনা হাসপাতালের ভিতর এমনটা হওয়ার কথা নয়। আমি আপনার কাছেই এটা প্রথম শুনলাম। অন্য কোনো বিষয় থাকতে পারে। তবে তারপরও আমরা এ বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সবাইকে সতর্ক হতে বলব।’

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসেও এই হাসপাতালে করোনা ইউনিটে কুকুরের অবস্থানের খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। সে সময় দুঃখ প্রকাশ করেছিলেন সেই সময়কার হাসপাতাল সুপার গৌতম রায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর