শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

চামড়া নিয়ে এবার সতর্ক রাজশাহী প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এবারও অর্থ সংকটে চামড়া ব্যবসায়ীরা। যার প্রভাব পড়তে পারে কোরবানির পশুর চামড়া বেচাকেনায়। ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকরা তাদের পাওনা পরিশোধ না করায় সংকট কাটছে না। তবে এবার চামড়া নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকে প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতি কোরবানি ঈদেই চামড়া নিয়ে চলে নানা কারসাজি।

সরকারের বেঁধে দেওয়া দামও চামড়ার দরপতন ঠেকাতে পারে না। ফলে সুযোগ নেয় অসাধু চক্র। চামড়াশিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু খুব একটা আশার খবর নেই চামড়া ব্যবসায়ীদের কাছে। ট্যানারি মালিকরা এবারও দিচ্ছেন না রাজশাহীর ব্যবসায়ীদের পাওনা। যা সংকটে ফেলবে এ অঞ্চলের ব্যবসায়ীদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর