শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল বিকালে এ মানববন্ধন থেকে সংকটে স্বল্পমূল্যে অক্সিজেন উৎপাদন ও সরবরাহের জন্য বুয়েটের শিক্ষক-ছাত্রদের উদ্ভাবিত ‘অক্সিজেট’ ডিভাইসকে ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক দ্রুত অনুমতি প্রদান, সরকারি হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ স্বাস্থ্য খাত নতুনভাবে ঢেলে সাজানোর দাবি জানান সংগঠনের নেতারা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ প্রমুখ। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। করোনা সংক্রমণ যত বাড়ছে ততই বাড়ছে অক্সিজেনের চাহিদা। এরই মধ্যে চাপ কম থাকায় খুলনায় এবং হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলার সংকটে বগুড়ায় রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর