শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে স্ট্যাটাস আইনজীবীকে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ দাবি করে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুল ইসলাম আশরাফকে তলব করেছে আপিল বিভাগ। অবমাননাকর পোস্ট দেওয়ার কারণে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, ৮ আগস্ট আপিল বিভাগের ১ নম্বর এজলাসে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আশরাফুল ইসলামকে ৮ আগস্ট পর্যন্ত আইন পেশা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে আইনজীবী আশরাফের ওই ফেসবুক পোস্ট অপসারণ করে তার সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আদেশের সময় আপিল বিভাগ বলে, আইনজীবী মো. আশরাফুল ইসলাম আশরাফের ফেসবুক স্টেটমেন্ট মারাত্মক অবমাননাকর। তার এই স্টেটমেন্ট সরাসরি প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টকে আঘাত করেছে।

সর্বশেষ খবর