শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

নিবেদনের সুরের বৃষ্টিতে ভিজলেন অনলাইন শ্রোতারা

সাংস্কৃতিক প্রতিবেদক

বর্ষা নিয়ে কবি, সাহিত্যিকরা লিখেছেন অগণিত কবিতা ও অসংখ্য গান। কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামও বর্ষাকে তুলে এনেছেন নিজেদের গান ও কবিতায়। বৃষ্টির সিক্ত ছোঁয়ার সেসব গান নিয়ে মহাকবি কালিদাসের ‘মেঘদূত’ অবলম্বনে ‘আজ শ্রাবণের বরিষণে’ শিরোনামের গীতালেখ্যের আয়োজন করেছে সৃজনশীল গানের দল নিবেদন। ১০টি মৌলিক গানসহ মোট ১৫টি গান দিয়ে সাজানো ছিল বাদল দিন বরণের এই সুরের আসর। গতকাল রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সংগঠনটির ফেসবুক পেজে অনুষ্ঠিত হয় (https://www.facebook.com/groups/2657204641218075) বর্ষা বরণে এই সুরের আসর। সুরের মূর্চ্ছনায় অনলাইন শ্রোতাদের মোহাবিষ্ট করে রাখেন শিল্পীরা। সুরের বৃষ্টিতে ভার্চুয়াল জগতেই যেন শ্রাবণ ধরা দেয় দারুণভাবে। 

এই আয়োজনে সংগীত পরিবেশন করেন সুমা রায়, শহীদ কবীর পলাশ, সুমনা দাস, রজত দত্ত, লীনা দাশ, ত্রিবেণী পান্না, শাহীনা আক্তার পাপিয়া ও সৃজ্যোতি রায়।

আয়োজনের গ্রন্থনা ও সংগীত পরিচালনায় ছিলেন ড. বিশ্বজিৎ রায়। উপস্থাপনা ও ধারা বর্ণনায় ছিলেন বাচিক শিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ খবর