শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

বাসার রুমে হঠাৎ আগুন ঘুমিয়ে থাকা তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েদাবাদের করাতিটোলার একটি বাসার রুমে হঠাৎ আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত ২টায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রাজু মিয়া (৬০), শাহজাহান (৫৪) ও জয়নাল মিয়া (৬১)। তাদের শরীরের ৩০ থেকে ৫৪ শতাংশ পুড়ে গেছে। গতকাল বার্ন ইনস্টিটিউট সূত্র জানায়, করাতিটোলার ওই বাসার একটি রুমে হঠাৎ আগুন লাগে। এতে ওই রুমে থাকা ব্যক্তিদের চিৎকারে পাশের রুমে ঘুমিয়ে থাকা বাসিন্দা ধোঁয়া বের হতে দেখে আগুন নেভাতে যান। জানা গেছে, দগ্ধ হওয়া জয়নাল ঘড়ি মেরামতের কাজ করেন, শাহজাহান গাড়ির হেলাপার এবং জয়নাল ওয়ার্কশপে কাজ করেন। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রাজুর শরীরে ১৭ শতাংশ, শাহজাহানের ৪৫ ও জয়নালের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের তিনজনকেই আইসিইউতে নেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম জানান, এই আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর