শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে ফ্লাইওভারে ‘ভয়ংকর’ সুতার ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বহদ্দারহাট-মুরাদপুর ফ্লাইওভার। এখানকার বিভিন্ন অংশে দুই পাশের রেলিংয়ে বেঁধে রাখা হয় নাইলনের চিকন সুতা। এগুলো স্বাভাবিক  চোখে ধরাও পড়ে না। বলা যায়- অদৃশ্য সুতা। অনেকটা নির্জন এ ফ্লাইওভারে বেশি  চলে মোটারসাইকেল। দ্রুত ছুটে চলা বাইক চালকদের চোখে পড়ে না এ সুতা।  এ অবস্থায় চলার পথে এ অদৃশ্য সুতায় আটকা পড়েন চালক। মুহূর্তেই হাজির হবে ওঁত পেতে থাকা ছিনতাই চক্রের দল। ছিনিয়ে নেয় সর্বস্ব। চট্টগ্রামের ফ্লাইওভারে ছিনতাই করার এটি একটি অভিনব কৌশল। এ চিকন সুতার ফাঁদে আটকে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে, ছিনতাই হয়েছে চালকের টাকা-পয়সা। এ সুতায় হাত ও গলায় জখম হয়ে আহতও হয়েছেন অনেকে। গত বছর এ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছিল র‌্যাব। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি ভিডিও প্রচার করা হয়। পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বলেন, গত দুই মাসেও এমন কোনো ঘটনা ঘটেনি। যে ভিডিওটার কথা বলা হচ্ছে সেটা অনেক আগে। হয়তো উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ এটা আপলোড করেছে। তবে ওই ঘটনার পর থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। বিষয়টা নিয়ে আমরা সব সময় সতর্ক আছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর