শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজ রাজেশ্বরী মন্দির

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজ রাজেশ্বরী মন্দির

সিলেটের বিশ্বনাথ উপজেলার অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘রাজ রাজেশ্বরী মন্দির’। প্রায় ৬০০ বছরের পুরনো দ্বিতল এ মন্দির স্থাপত্যের অবস্থান খাজান্সি ইউনিয়নের চন্দ্রগ্রামে। টেরাকোটার নির্মাণশৈলীর অপূর্ব নিদর্শন, কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এটি। সংস্কারের অভাবে দেখা দিয়েছে বিলীন হওয়ার আশঙ্কা। জানা গেছে, প্রায় ৬০০ বছর পূর্বে এ মন্দিরটি নির্মাণ করা হয়। এর নির্মাণশৈলীর সঙ্গে কিছুটা মিল পাওয়া যায় জৈন্তার রাজবাড়ির স্থাপনার। জৈন্তা রাজ্যের সেনাপতি থাকাকালে বিজয় মানিক রাজ রাজেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। ৪ শতক জায়গায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক রাজ রাজেশ্বরী মন্দির। মধ্যযুগীয় নানা পুরাকীর্তির নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো মন্দিরে। গাছপালা আর লতাগুল্মে ছেয়ে গেছে পুরো দ্বিতল ভবন। খসে পড়ছে পলেস্তারা। অসংখ্য স্থানে ধরেছে ফাটল। ৫ কক্ষের একটিতেও নেই দরজা। পুরো মন্দির দখলে নিয়েছে চামচিকা ও হরেক রকম সরীসৃপ প্রাণী। নিচের তলার ভিতরের অংশে ৪টি ভাগ রয়েছে। প্রথম ভাগের চার পাশে রয়েছে ঘূর্ণায়মান টানা অলিন্দ। মন্দিরের পেছন  কোনায় রয়েছে একটি ছোট কামরা। তার পরেই সামনের দিক থেকে আলাদা লম্বা অলিন্দ। এর পরই ওপরে ওঠার সিঁড়ি। ওপরে উঠে দেখা যায়, ছাদের ঠিক মাঝখানে দুই দরজা বিশিষ্ট একটি কামরা। এর ভিতরের ছাদপ্রান্ত ধনুকের মতো বাঁকা। ওখানেও ঝুলে আছে অসংখ্য চামচিকা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস বলেন, স্থানীয় তহশিলদারকে এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আইনগত কোনো বাধা না থাকলে, এ অর্থ বছরে প্রাচীন ঐতিহ্য রাজ রাজেশ্বরী মন্দিরটি সংস্কার করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর