শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

কর্মহীন মানুষের ব্যবস্থা সরকারকেই করতে হবে : শিরিন আখতার

নিজস্ব প্রতিবেদক

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, করোনা সংক্রমণ রোধ, রোগীদের চিকিৎসা-অক্সিজেন, করোনায় কর্মহীন ও আয়হীন মানুষের খাদ্যের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে। রাজধানীর গুলিস্তানে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গতকাল আয়োজিত এক সভায় শিরিন আখতার এসব কথা বলেন। জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জাসদ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় উপস্থিত ছিলেন জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আবদুল্লাহিল কাইয়ূম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর