রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

বরিশালের ভিআইপি সড়কের বেহাল দশা

রাহাত খান, বরিশাল

বরিশালের ভিআইপি সড়কের বেহাল দশা

বরিশাল মহানগরের ভিআইপি রোড হিসেবে পরিচিত রাজা বাহাদুর সড়কের বেহাল দশা। বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ সরকারি কর্মকর্তাদের বাসভবন এ সড়কে। সাধারণ মানুষও ব্যবহার করে সড়কটি। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে বেহাল। সড়কটি বরিশাল গণপূর্ত বিভাগের নিয়ন্ত্রণাধীন। পুলিশ লাইনস থেকে জেলা প্রশাসকের বাসভবন হয়ে চাঁদমারি পর্যন্ত এবং জেলা প্রশাসকের বাসভবন থেকে মহিলা ক্লাব পর্যন্ত সড়কটির মোট দৈর্ঘ্য ০.৮৫ কিলোমিটার। সবশেষ কবে সড়কটির পুনর্নির্মাণ কিংবা সংস্কার হয়েছিল বলতে পারছেন না গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুদা। তিনি জানান, সড়কটি গণপূর্ত বিভাগের নিয়ন্ত্রণাধীন। বরাদ্দ না থাকায় দীর্ঘদিনেও সড়কটি সংস্কার করা যায়নি। খানাখন্দে ভরে যাওয়ায় বছর দুয়েক আগে সিটি করপোরেশন সড়কটি সংস্কার করে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ভিআইপি সড়কটির একাংশ একেবারে চলাচল অনুপযোগী। বিশেষ করে জেলা জজের বাসভবন থেকে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবন পর্যন্ত সড়কটি বড় বড় খানাখন্দে ভরা। বৃষ্টির পানি জমে ছোট ছোট ডোবার আকৃতি হয় ওই সড়কে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর