abcdefg
city || Bangladesh Pratidin

শিরোনাম
৯২ শতাংশ রোগী চিকিৎসা নিচ্ছেন বাড়িতে, খুলনায় বাড়ছে মৃত্যুঝুঁকি ৯২ শতাংশ রোগী চিকিৎসা নিচ্ছেন বাড়িতে, খুলনায় বাড়ছে মৃত্যুঝুঁকি

খুলনার বটিয়াঘাটার চক্রাখালির অনুপমা মল্লিক (৪২) করোনায় আক্রান্ত হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে করোনা ডেডিকেটেড হাসপাতালে রেফার্ড (স্থানান্তর) করা হয়। কিন্তু হাসপাতালে শয্যা খালি না থাকায় ভর্তি করতে না পেরে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। ১৭ জুলাই ভোররাতে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। একইভাবে খুলনা জেলায় করোনা আক্রান্ত উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে হাসপাতালে শয্যা সংকটে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীর অক্সিজেন স্যাচুরেশন নিচে নেমে যাওয়া, শ্বাসকষ্টসহ নানা কারণে মৃত্যু হচ্ছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, অনেক সময় রোগীরা হাসপাতালে আসছেন অনেক দেরিতে। সিভিল সার্জন অফিস জানায়, জেলায় এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন সাড়ে ৩ থেকে ৪ হাজার জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪০৮ জন। বাকি আড়াই থেকে ৩…

সর্বশেষ খবর