সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

পটুয়াখালীতে ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা মহামারীর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটুয়াখালীতে দুস্থ, অসহায় ও খেটে খাওয়া ২০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন তার বাসভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জালাল মৃধা, যুবলীগ নেতা মো. অসীম মৃধাসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল এবং আধা কেজি সয়াবিন তেল। খাদ্যসামগ্রী বিতরণকালে আলহাজ অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব, অসহায় এবং দুস্থদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ খাদ্য সহায়তা প্রদান করেছি। এ ছাড়া দেশে করোনা মহামারীর শুরু থেকে বিভিন্ন সুরক্ষাসামগ্রীসহ নগদ অর্থ ও খাদ্য সহায়তা নিজ উদ্যোগে প্রদান করে আসছি। সমাজের বিত্তবানরা যদি অসহায়দের পাশে এগিয়ে আসে তাহলে কিছুটা হলেও গরিদের দুঃখ-কষ্ট লাঘব হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর