সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

বিধিনিষেধের আওতামুক্ত নির্বাচনী এলাকা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এই সময় নির্বাচনী এলাকা বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে পাঠানো হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। সেদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখার জন্য নির্বাচন কমিশন থেকে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ২৮ জুলাই সিলেট-৩ আসনের নির্বাচন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম এবং সংযুক্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস/স্থাপনা বিধি-নিষেধের আওতা বহির্ভূত করা হলো। গত ১১ জুলাই এই নির্বাচনী এলাকা এবং নির্বাচনী কার্যক্রম বিধি-নিষেধ বহির্ভূত রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগে চিঠি  দেয় কমিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর