শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

ঢাকায় কোরবানির পশুর ৩২২৫১ টন বর্জ্য অপসারণ

আগামীতে নির্দিষ্ট স্থানের বাইরে পশু কোরবানি নয় : আতিক

নিজস্ব প্রতিবেদক

পূর্বের ঘোষণা অনুযায়ী সবার সহযোগিতায় এবার ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদ্বয়। তবে নির্ধারিত স্থানের বাইরে অনেকে কোরবানি দেওয়ায় বর্জ্য সংগ্রহে পরিচ্ছন্নতাকর্মীদের বেগ পেতে হয়েছে জানিয়ে উত্তর সিটির মেয়র বলেছেন, যত্রতত্র কোরবানি দিলে পরিবেশ দূষিত হয়। তাই আগামীতে নির্দিষ্ট স্থানের বাইরে পশু কোরবানি দেওয়া যাবে না। জানা গেছে, গতকাল পর্যন্ত রাজধানীর দুই সিটি এলাকা থেকে মোট ৩২ হাজার ২৫১ দশমিক ৩৯ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এর মধ্যে গতকাল বিকাল ৫টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) এলাকা থেকে ৪ হাজার ৩৫৯টি ট্রিপের মাধ্যমে ১৬ হাজার ৫১৮ দশমিক ৩৯ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। তিনি বলেন, ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর সব বর্জ্য সরিয়ে  নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হয়। দ্বিতীয় দিনের বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়। এদিকে উত্তর সিটির (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রথম দিনের কোরবানির বর্জ্য ওই দিন রাত ১২টার মধ্যেই অপসারণ করা হয়। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে ১১ হাজার ৫০৮ জন কর্মীর মাধ্যমে গতকাল সকাল ১০টা পর্যন্ত সর্বমোট ১৫ হাজার ৭৩৩ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে বুধবার কোরবানির ঈদের দুপুর থেকে ২৪ ঘণ্টার মধ্যে প্রথম দিনের পশুর বর্জ্য সাফ করে ফেলার লক্ষ্য ঠিক করেছিল ঢাকার দুই সিটি। বৃহস্পতিবার দুই সিটির পক্ষ থেকেই সেই লক্ষ্য পূরণের কথা জানানো হয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, স্থানীয় কাউন্সিলরসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার ১২ ঘণ্টারও কম সময়ে ডিএনসিসির সমগ্র এলাকায় কোরবানির পশুর প্রথম দিনের ১১ হাজার ৯৩৫ মেট্রিক টন বর্জ্যরে শতভাগ অপসারণ করা হয়েছে। তবে এবার ডিএনসিসি এলাকায় তিন লক্ষাধিক পশু কোরবানি হয়েছে। এর মধ্যে মাত্র ৪ হাজার ১৪১টি পশু নির্ধারিত স্থানে কোরবানি হয়েছে। আগামীতে যত্রতত্র এভাবে কোরবানি দেওয়া যাবে না। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমে কোরবানির প্রথম দিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা সম্ভব হয়েছে।

তবে পরিচ্ছন্নতাকর্মীদেরও ঈদ আছে। তাই বৃহস্পতিবারের পরে কেউ কোরবানি দিলে পশুর বর্জ্য নিজ উদ্যোগে নির্ধারিত ব্যাগে ভরে নিকটবর্তী অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে রেখে আসার অনুরোধ করেন তিনি।

সর্বশেষ খবর