শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

সুরক্ষার জন্যই লকডাউন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সুরক্ষার জন্যই লকডাউন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সার্বিক নিরাপত্তা ও মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের জীবন-জীবিকার সমন্বয় করে করোনাভাইরাসের প্রথম ধাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে মোকাবিলা করেছেন। দ্বিতীয় ঢেউ মোকাবিলায়ও সংক্রমণে ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনা করে, আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে আবারও লকডাউন দিয়েছেন। আমাদের সবার পরিবারের সুরক্ষা ও সর্বোচ্চ সতর্কতার কথা চিন্তা করে সবাইকে ঘরে থাকারও আহ্‌বান জানান। মির্জা আজম বলেন, বিএনপি মানুষকে সচেতনতা না করে বিভ্রান্তি ছড়াচ্ছে। মানুষের পাশে না এসে ঘরে বসে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করে যাচ্ছে। জনগণ তাদের নেতিবাচক অপতৎপরতা প্রত্যাখ্যান করেছেন। তিনি সরকারের পাশাপাশি আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্‌বান জানান। গত বৃহস্পতিবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারে আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠনের স্থায়ী কার্যালয় ও মুক্তমঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চরপাকেরদহ ইউনিয়িন আওয়ামী লীগের সভাপতি মো. মন্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র গোলাম কিবরিয়া কবির, অধ্যক্ষ গোলাম রব্বানী প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর