শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

হেফাজতের বিতর্কিত নেতা আসাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফী হত্যা মামলার অন্যতম আসামি ও হাটহাজারী নাশকতার অন্যতম হোতা আসাদ উল্লাহ আসাদকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকালে হাটহাজারী সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসাদ হাটহাজারী পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। র‌্যাব-৭ অধিনায়ক মশিউর রহমান জুয়েল বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আসাদকে গ্রেফতার করা হয়। তিনি আল্লামা আহমদ শফী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে হাটহাজারীর সহিংসতার ইন্ধনদাতা। তার বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেফতার হওয়া আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামীকাল রিমান্ড শুনানির দিন ধার্য করা হবে।’

উল্লেখ্য, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তা ব চালান হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এ সময় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনার অন্যতম হোতা আসাদ।

সর্বশেষ খবর