শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার নির্ভুল তালিকা করতে ‘জাতীয় কমিশন’ গঠনের দাবি

একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান আবীর আহাদ জামুকা প্রণীত তালিকাকে ‘ভুয়ায় ভরা’ বলে অভিহিত করেছেন। তিনি এই তালিকা অনুমোদন না করে, কমিশনের মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকা করার দাবি জানান। এক বিবৃতিতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞার ভিত্তিতে, উচ্চ আদালত ও সামরিক বাহিনীর সমন্বয়ে একটি ‘জাতীয় মুক্তিযোদ্ধা কমিশন’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানান। বিবৃতিতে বলা হয়, জাতীয় ইতিহাসের স্বার্থে  মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নের প্রয়োজনে যদি আরও কিছুদিন অপেক্ষা করতে হয় তা নিশ্চয়ই মুক্তিযোদ্ধারা করবেন। বিবৃতিতে বলা হয়, কোনো গোঁজামিলের সংজ্ঞা ও প্রতারণামূলক নির্দেশিকার কারসাজিতে হাজার হাজার অমুক্তিযোদ্ধা ও রাজাকারমিশ্রিত মুক্তিযোদ্ধা তালিকা মেনে নেবেন না। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর