সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

হতাশা থেকেই হত্যা করেন বাবা

কামরাঙ্গীর চরে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হতাশা থেকেই হত্যা করেন বাবা

রাজধানীর কামরাঙ্গীরচরে মা-মেয়ের মৃত্যুর রহস্য উন্মোচন করেছে পুলিশ। অনেক টাকা ঋণের কারণে হতাশা থেকে মা-মেয়েকে হত্যা করেন বাবা মোহন্দ্র চন্দ্র দাস। ইচ্ছা ছিল সবাইকে হত্যা করে আত্মহত্যা করবেন তিনি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে ডিএমপির লালবাগ বিভাগের এডিসি হাফিজ আল আসাদ জানিয়েছেন। এর আগে গত শনিবার সকালে কামরাঙ্গীরচরের নয়াগাঁও ৩ নম্বর গলির একটি বাসা থেকে ফুলবাসি চন্দ্র দাস (৩৪) এবং তার মেয়ে সুমি চন্দ্র দাসের (১২) লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত ফুলবাসির বোন বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেন। ওই মামলায় ফুলবাসির স্বামী মোহন্দ্র চন্দ্র দাসকে একমাত্র আসামি করা হয়। পুলিশ ওই মামলায় মোহন্দ্রকে গ্রেফতার দেখিয়েছে। আজ সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। গত ১০ বছর ধরে এই পরিবার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। হত্যার বিষয়ে মোহন্দ্রের বড় মেয়ে ঝুমা রানী দাস তথ্য দেয়।

মোহন্দ্র চন্দ্র দাস ছারপোকা মারার ওষুধ খেয়েছিলেন। তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তিনি সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। তিনি পুলিশকে জানিয়েছেন, অনেক লোন থেকে তার মধ্যে হতাশা দেখা দেয়। এর কারণে তিনি সবাইকে মেরে নিজে আত্মহত্যা করতে চেয়েছিলেন।

সর্বশেষ খবর