সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

আবারও প্রণোদনার জন্য আবেদন জানানো হবে

-বিকেএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি নিট পোশাকশিল্প মালিকদের কাছে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিগত সময়ে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার আমাদের প্রণোদনা দিয়ে বাঁচিয়ে রাখতে সহায়তা করেছেন। বর্তমানে যে কঠিন সময় অতিবাহিত করছি, তাও সরকারের অবগত। চলতি লকডাউন শেষ হলে প্রধানমন্ত্রীর কাছে পুনরায় প্রণোদনা সহযোগিতার জন্য আবেদন জানাব। বিগত সময়ে প্রধানমন্ত্রী আমাদের যেভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছিলেন, তেমনিভাবে তিনি আগামীতেও আমাদের জন্য এগিয়ে আসবেন। তাই লকডাউন চলাকালীন সরকারের বিধিনিষেধ মেনে চলতে কারখানা মালিকদের চিঠি দিয়ে অনুরোধ করেছেন পোশাকশিল্পের এই নেতা। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান স্বাক্ষরিত ওই চিঠি সংগঠনটির ওয়েবসাইটেও তুলে ধরা হয় ২৪ জুলাই। চিঠিতে বলা হয়,  করোনার বর্তমান ধরনটি মারাত্মক। তাই সরকার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে। শিল্পকারখানাও এর আওতার বাইরে নয়। যদিও সংক্ষিপ্ত আকারে ব্যাংকিং ও আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য বন্দরসংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠান খোলা থাকছে। মহামারী থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য আর্থিক ক্ষতি হবে জেনেও বিধিনিষেধ মেনে চলতে হবে। ১৪ দিনের এই বিধিনিষেধে রপ্তানি পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে তা ঠিক, কিন্তু ভবিষ্যতে করোনামুক্ত পরিবেশে ব্যবসা করার জন্য এই ত্যাগ স্বীকার করতে হবে।

এ সময় সরকারের নির্দেশনা অনুযায়ী বিধিনিষেধ মেনে চলতে কারখানার মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বিকেএমইএ সভাপতি।

সর্বশেষ খবর