সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক রংপুর

করোনাকালীন সংকট মোকাবিলায় অসহায়, দুস্থ, নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জন্য রংপুরে খোলা বাজারে বিশেষ ওএমএস’র চাল বিক্রি শুরু হয়েছে। রবিবার দুপুরে নগরীর রবার্টসনগঞ্জ স্কুল মাঠে বিশেষ ওএমএস’র কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। প্রতিদিন ১ হাজার ৫০০ ভোক্তা ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল ও ১৮ টাকা দরে আটা কিনতে পারবেন। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের এই বিশেষ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ বরদাস্ত করা হবে না জানিয়ে কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা বলেন, ডিলারের বিরুদ্ধে যদি এই চাল নিয়ে দুর্নীতির চেষ্টা করেন, তা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সচ্ছতার সঙ্গে এই কার্যক্রম চলুক। বিভাগের প্রতিটি জেলা ও পৌরসভা এলাকায় ওএমএস’র চাল-আটা বিক্রি করা হবে। এ জন্য সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান প্রমুখ।

সর্বশেষ খবর