মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

ঈদযাত্রায় সড়কে ২০৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার আগে-পরে ১১ দিনে সারা দেশে ১৫৮টি সড়ক দুর্ঘটনায় ২০৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৯ জন নারী ও ১৭ শিশু। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮৯ জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গতকাল প্রকাশ করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৫৯টি জাতীয় মহাসড়কে, ৬৬টি আঞ্চলিক সড়কে, ১৪টি গ্রামীণ সড়কে এবং ১৯টি শহরের সড়কে হয়েছে। দুর্ঘটনাগুলোর ৪৬টি সংঘর্ষ, ৫৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৪২টি পথচারীকে চাপা/ধাক্কা দিয়ে এবং ১৬টি যানবাহনের পেছনে আঘাত করার কারণে ঘটেছে। দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ৮৭ জন, বাসযাত্রী ১২ জন, ট্রাক-পিকআপের যাত্রী আটজন, মাইক্রোবাস-প্রাইভেটকারের যাত্রী ১৩ জন, থ্রি-হুইলার যাত্রী ৩১ জন, নছিমন-মাহিন্দ্রা-চান্দের গাড়ির যাত্রী ১০ জন ও বাইসাইকেল আরোহী তিনজন।

সর্বশেষ খবর