মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

শাহজালালে ৩ কোটি টাকার সোনাসহ সৌদিফেরত যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার সোনাসহ সৌদিফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। গতকাল বিকাল ৩টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম মাহিন উদ্দিন। তার বাড়ি কুমিল্লায়। কাস্টম হাউসসূত্র জানান, গোপন সংবাদে আগে থেকে তাদের প্রিভেনটিভ টিম সতর্কাবস্থায় ছিল। একপর্যায়ে যাত্রী মাহিন উদ্দিনকে বোর্ডিং ব্রিজ থেকে গ্রিন চ্যানেলে নিয়ে আসা হয়। তার সঙ্গে থাকা কালো একটি হ্যান্ডব্যাগের ভিতরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩৭টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৪ কেজি ২৯২ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন উদ্দিন জানিয়েছেন, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে এক পরিচিত প্রবাসী তার কাছে সোনার বারগুলো হস্তান্তর করেন।

 বিমানবন্দরে নামার পর কেউ একজন ফোন করে সেগুলো গ্রহণ করবেন বলে তিনি জানান।

সর্বশেষ খবর