মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন সবুজবাগের মাদারটেকের রাজ্জাক হাওলাদার (৩০) ও কদমতলীর মুন্সিখোলার আলমগীর (৩২)। গতকাল ঘটনা দুটি ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

ঢামেকসূত্র জানান, রাজ্জাক নির্মাণশ্রমিক। বাইরে থেকে গতকাল দুপুরে খাবার খেতে বাসায় আসেন তিনি। বেলা আড়াইটায় রুমের ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে তাকে বিকাল সাড়ে ৩টায়  ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার চানপুরা গ্রামে। থাকতেন মাদারটেক নন্দীপাড়া টিনশেড ভাড়া বাসায়।

এদিকে বিকাল পৌন ৪টায় মুন্সিখোলায় বন্ধ কারখানায় পানি জমে থাকায় তা বের করার জন্য রড মিলের বৈদ্যুতিক মোটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলমগীর। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমগীর নারায়ণগঞ্জের ফতুল্লার মৃত আবুল হোসেনের ছেলে।

সর্বশেষ খবর