শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

সিলেট যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য আর কত অপেক্ষা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দুই বছর আগে অনুষ্ঠিত হয়েছিল সিলেট জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন। সম্মেলনে ভোটের মাধ্যমে নির্বাচিত হন দুই ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক। এরপর তিন বছর মেয়াদি কমিটির দুই বছরই পার হয়ে গেছে। হয়নি পূর্ণাঙ্গ কমিটি। দলীয় নেতা-কর্মীদের নিয়ে দুই ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেলেও কমিটি না হওয়ায় পদপ্রত্যাশীদের দীর্ঘশ্বাস যেন দীর্ঘ হয়েই চলেছে। ‘হচ্ছে’, ‘হয়ে যাবে’, ‘শিগগিরই’ এমন শব্দের মধ্যেই আটকা পড়েছেন পদপ্রত্যাশীরা। তবে দুই ইউনিটের নেতারা বলছেন, আগের কেন্দ্রীয় কমিটিতে শুদ্ধি অভিযান ও করোনা পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন বিলম্বিত হয়েছে। বর্তমানে কেন্দ্রের নির্দেশে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই কেন্দ্রে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ও মহানগর যুবলীগ নেতারা। ২০১৯ সালের ২৭ জুলাই সিলেট মহানগর ও ২৯ জুলাই জেলা যুবলীগের সম্মেলন হয়। সম্মেলনের পর কাউন্সিলে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করা হয় জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। কাউন্সিলে মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জেলার কাউন্সিলে ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ (ভিপি শামীম) সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শামীম আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর পরই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়। বিশেষ করে সাবেক ছাত্রলীগ নেতারা যুবলীগে প্রবেশে প্রতীক্ষার প্রহর গোনা শুরু করেন। কিন্তু দুই বছর কেটে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। জেলা ও মহানগর যুবলীগের দায়িত্বশীলরা জানান, নানা প্রতিবন্ধকতার কারণে কমিটি গঠন সম্ভব হয়নি। সম্মেলনের পরপর তৎকালীন কেন্দ্রীয় কমিটিতে শুরু হয় শুদ্ধি অভিযান। এরই মধ্যে পরিবর্তন আসে কেন্দ্রীয় কমিটিতে। ২০১৯ সালের ২৩ নভেম্বর সম্মেলনের মাধ্যমে শেখ ফজলে শামস পরশ সভাপতি ও মাইনুল হোসেন নিখিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর কয়েকবার জেলা ও মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। দেশে করোনা সংক্রমণ দেখা দিলে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া গতিহীন হয়ে পড়ে। তবে নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান জেলা ও মহানগর যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকরা। করোনাকালে মানুষকে সচেতন করা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যুবলীগ নেতা-কর্মীরা প্রশংসা কুড়ান। অবশেষে করোনা পরিস্থিতির মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন জেলা ও মহানগর যুবলীগ নেতারা। কেন্দ্রের নির্দেশমতো তারা পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করেছেন। বিদেশ সফর থেকে দলের চেয়ারম্যান দেশে ফেরার পরই তারা এ কমিটি কেন্দ্রে জমা দেবেন এবং সেপ্টেম্বরেই তা ঘোষণার আশা করছেন। মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ও জেলা সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ জানান, করোনা পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব হলেও সাংগঠনিক কার্যক্রমে কোনো স্থবিরতা নেই। শোকের মাস আগস্টে না হলেও সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিতদেরই মূল্যায়ন করা হয়েছে।

সর্বশেষ খবর