শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

গানে আলোচনায় ফকির আলমগীরকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

আলোচনা ও গানে গানে সদ্যপ্রয়াত একুশে পদক প্রাপ্ত     গণসংগীত শিল্পী ফকির আলমগীরকে স্মরণ করেছে উদীচী    শিল্পী গোষ্ঠী। গতকাল সন্ধ্যায় সংগঠনটির ফেসবুক পেইজে সম্প্রচারিত হয় এই স্মরণানুষ্ঠান।

উদীচীর সহসভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে  এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রথমে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ফকির আলমগীরের ছোট ভাই ফকির সিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, উদীচীর প্রথম আহ্বায়ক কামরুল আহসান খান ও ফকির আলমগীরের সহধর্মিণী সুরাইয়া আলমগীর।

অনুষ্ঠানে বক্তারা গুণী এই শিল্পীর সংগীত জীবনের পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাহমুদ সেলিম, ফকির শাহাবুদ্দিন, হাবিবুল আলম, মায়শা সুলতানা উর্বি, অবিনাশ বাউল, আরিফ রহমান, সমর বড়ুয়া ও সুরাইয়া পারভীন।

কলকাতা থেকে অনুষ্ঠানে যুক্ত হয়ে আলোচনা ও সংগীত পরিবেশন করেন- কল্যাণ সেন বরাট, শুভেন্দু মাইতি, শুভপ্রসাদ নন্দী মজুমদার (গণনাট্য সংঘ)।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উদীচীর সহসভাপতি হাবিবুল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর