সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রামেক হাসপাতালের প্যাথলজিতেই হবে করোনা রোগীদের সব পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সব পরীক্ষা এখন থেকে হাসপাতালের প্যাথলজিতেই হবে। এ জন্য সংক্রমিত ব্যক্তিকে হাসপাতালের বাইরে যেতে হবে না। গতকাল থেকে হাসপাতালের নির্ধারিত প্যাথলজি বিভাগগুলোতে এ কার্যক্রমের নির্দেশনা দিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, ‘রোগীরা হবে আমাদের কাছে ভিআইপি। খুব শিগগিরই হাসপাতালে ভর্তি রোগীদের সব প্যাথলজিক্যাল টেস্ট হাসপাতালের প্যাথলজি বিভাগেই করা হবে। এ জন্য হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ১ হাজার ২৫০ শয্যার হাসপাতালটিতে ল্যাব টেকনোলজিস্ট আছেন মাত্র ১১ জন। শিগগিরই প্যাথলজি বিভাগগুলোর জন্য জনবল নিয়োগ দেওয়া হবে।’ প্যাথলজি বিভাগের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আউটডোর, ইনডোর, ওয়ান স্টপ সার্ভিস এবং কার্ডিয়াক প্যাথলজি নামে চারটি আলাদা প্যাথলজি সেবা চালু করা হবে। রোগীদের যাতে ছোটাছুটি করতে না হয়, সে জন্য হাসপাতালের ওয়ার্ডগুলোর কাছে স্থাপন করা হবে কালেকশন পয়েন্ট। এমনকি ওয়ার্ডের বিছানায় শুয়ে থাকা গুরুতর রোগীদের টেস্ট করার ব্যবস্থা করা হবে। এসময় হাসপাতালটির পরিচালক জানান, আড়াই কোটি টাকা অনুমোদন মিলেছে সদর হাসপাতাল চালুর জন্য।

এরইমধ্যে কনস্ট্রাকশন কাজ শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যেই হাসপাতালটি পুরোদমে চালু করা সম্ভব হবে। রাজশাহীর করোনা পরিস্থিতি তুলে ধরে পরিচালক জানান, রাজশাহীর করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। হাসপাতালে রোগীর সংখ্যাও কমে আসছে। জুলাই মাসে হাসপাতালে করোনা ও উপসর্গে মারা গেছে ৫৩১ জন। যাদের মধ্যে করোনা পজিটিভ  হয়ে মারা গেছে ১৮০ জন। হাসপাতালে মৃত্যু রোগীদের তথ্য বিশ্লেষণ করে তিনি জানান, যাদের অতিরিক্ত ওজন সমস্যা ডায়াবেটিস কিডনি রোগ আছে তাদের মধ্যে করোনায় মৃত্যু ঝুঁকি বেশি লক্ষ্য করা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর