সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

হাসপাতাল থেকে টিকা কেন্দ্র সরানো হবে : স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, ‘দেশে করোনার টিকাদান কেন্দ্র অচিরেই আরও বাড়বে। আমাদের এতদিন ধরে যে বড় ভয় ছিল, টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না। কিন্তু গত কয়েক মাসে সেরকম গুরুতর কোনো দুর্ঘটনা ঘটেনি। হাসপাতালের বাইরে আনলেই টিকা কেন্দ্র বেড়ে যাবে। আর কেন্দ্র বাড়লেই আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে পারব।’ গতকাল তিনি সাংবাদিকদের আরও বলেন, গ্রামাঞ্চলে স্কুল-কলেজ-কমিউনিটি হেলথ ক্লিনিক আর ঢাকার ভিতরে মেডিকেল কলেজগুলোতে দিয়ে দিতে চাই। কলেজ বিল্ডিংগুলোতে হাসপাতাল থেকে ট্রান্সফার করতে চাচ্ছি। কলেজের জায়গা বড়, শিক্ষার্থীরাও নাই- সেখানে মাল্টিপল বুথ করে টিকা দিতে চাই। গ্রামাঞ্চলে টিকাদানের বিষয়ে ইতিমধ্যেই মাইক্রো প্ল্যান হয়ে গেছে, প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষ হলেই আগামী ৭ আগস্ট থেকে টিকা দেওয়া শুরু হবে। ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কেন্দ্রে যেভাবে টিকা দেয় সেভাবেই টিকা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর