সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শিক্ষককে হুমকির অভিযোগে এমপি শিমুলের নামে জিডি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জীবননাশের হুমকির অভিযোগে নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের নামে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ২৯ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকার তার জীবন ও সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে এই জিডি করেন। এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কাউকেই হুমকি দেইনি। এমনকি আমার কোনো সমর্থক এর সঙ্গে জড়িত না। আমি ইতোমধ্যেই নাটোরের এসপি এবং ডিআইজিকে বলেছি সুষ্ঠু তদন্তের জন্য। মোবাইল ট্র্যাকিং করলেই সব পরিষ্কার হয়ে যাবে।’ ড. সুজিত সরকার তার জিডিতে উল্লেখ করেন, আমি মহান মুক্তিযুদ্ধ বিষয়ে চারটি গ্রন্থ রচনা করেছি। তার মধ্যে নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ অন্যতম। এই গ্রন্থটিতে নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের পিতার নাম একাত্তরের রাজাকারের তালিকায় স্থান পেয়েছে। সুজিত সরকার বলেন, ‘আমি প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রন্থে নাম সংযোজন করেছি। বর্তমানে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ গঠন নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ ও ভিন্ন মত সৃষ্টি হলে আমার বই আলোচনায় আসে। এরপর এমপির পক্ষে আমাকে কিছু সন্ত্রাসী জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর