সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরের সেই সুজিত পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে কাগজে-কলমে মৃত সুজিত চন্দ্র রায় সরকার গতকাল প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ পেয়েছেন। দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার তার হাতে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ তুলে দেন। এর আগে গত বৃহস্পতিবার ‘মৃত থেকে জীবিত হতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন শিল্পী সুজিত’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়।  সুজিত চন্দ্র সরকারের (৫৩) দিনাজপুর বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের অভিনাশ চন্দ্র সরকারের ছেলে। সে বিভিন্ন অনুষ্ঠানে তবলা বাজিয়ে যা আয় হয় তা দিয়েই চলে কষ্টের সংসার। বিরামপুর উপজেলা নির্বাচন অফিস জানায়, ২০১৯ সালে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। তখন সুজিত চন্দ্র সরকারের গ্রামের একই নামে অন্য এক ব্যক্তির মৃত্যু হয়। ওই সময় জীবিত সুজিত চন্দ্র সরকারের নাম বাদ পড়ে যায়। বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকতা মো. আতাউল হক বলেন, সুজিত চন্দ্রের কাগজটি সংশোধন করে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর