মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জাতিসংঘের পুরস্কার মিলল বিনা ও বিনার বিজ্ঞানীর

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)  ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুন নাহার বেগম পেয়েছেন  উইমেন ইন প্লান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড। গতকাল কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং ও রিলেটেড বায়োটেকনোলজিতে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছেন বিনার বিজ্ঞানী ড. শামসুন নাহার। আগামী সেপ্টেম্বরে আইএইএর সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর