শিরোনাম
মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় দোকানপাট ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

চাঁদাবাজরা ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাজারে অবস্থিত দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। গত রবিবার রাতে দফায় দফায় হামলা চালিয়ে এই তান্ডব চালানো হয়। দোকান ব্যবসায়ীরা জানান, বেশ কয়েক দিন ধরে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম ইমদাদুল ইসলামের নির্দেশমতো ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা করে আসছিল সন্ত্রাসীরা। রবিবার রাতে ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা দোকানপাটে হামলা চালায়। দফায় দফায় এ হামলার সময় ব্যবসায়ীরা প্রতিরোধের চেষ্টা করলে সংর্ঘষ বেধে যায়। তখন সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ব্যবসায়ী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীরা হামলা-ভাঙচুরের নির্দেশদাতাসহ দোষীদের বিচার দাবি করেছেন। ঘটনার ব্যাপারে দলীয় অনেকেই চাঁদাবাজি ও হামলা-ভাঙচুরের প্রতিবাদ এবং এসব কর্মকান্ডের দলীয়ভাবে ব্যবস্থা নিতে জেলা নেতাদের প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে সদর থানার ওসি জানান, সংঘর্ষের ঘটনার খবর পাওয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলেই তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর