মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইজিপির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পনেরো আগস্টে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ নির্দেশ দিয়েছেন। গতকাল বিকালে পুলিশের সব ইউনিট প্রধানকে এ নির্দেশনা দিয়ে আইজি বলেন, অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, তা খেয়াল রাখতে হবে। পুলিশ সদর দফতর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের এসব নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, আগস্ট আমাদের শোকের মাস। এ মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে; রাষ্ট্র ও সরকারবিরোধী অনেক কার্যক্রম চালানো হয়েছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। ১৭ আগস্ট জেএমবি দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। সন্ত্রাসী কার্যক্রম, সর্বহারাদের অপতৎপরতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ইত্যাদি বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে। বেনজীর আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা প্রমাণিত হলে চাকরিচ্যুতিসহ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর