রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যদের টোকেনে মিলেছে গণটিকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুরে ইউপি সদস্যদের টোকেন ছাড়া কাউকে করোনার গণটিকা দেওয়া হয়নি। যারা টোকেন দেখাতে পারেননি, তারা রেজিস্ট্রেশন করা সত্ত্বেও টিকা পাননি। এ ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে। বিজয়নগরের হরষপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গতকাল সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হয়। টিকা দিতে আগ্রহীদের মধ্যে যারা মেম্বারদের টোকেন নিয়ে এসেছেন তাদেরকেই শুধু টিকা দেওয়া হয়। টোকেনে  মেম্বারদের সিলসহ স্বাক্ষর ও সিরিয়াল নম্বর দেওয়া ছিল। ঋষিপাড়ার উমা চরণ ঋষি অভিযোগ করেন, তিনি  রেজিস্ট্রেশন করে এসেও টিকা নিতে পারেননি। কেন্দ্র  থেকে বলে দেওয়া হয়েছে- টিকা শেষ, ১৪ তারিখ এসে  যেন টিকা নেওয়া হয়। উমা চরণের কাছে মেম্বারদের  কোনো টোকেন ছিল না বলে জানান। ৩ নম্বর ওয়ার্ডের  মেম্বার মো. মধু মিয়া বলেন, ‘পরিষদের সিদ্ধান্ত  মোতাবেক এভাবে টোকেন দেওয়া হয়েছে। কারণ মাত্র ৬০০ টিকা বরাদ্দ ছিল। কিন্তু টিকা নিতে আগ্রহীর সংখ্যা হাজার হাজার। যে কারণে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে  টোকেন দেওয়া হয়। অন্য যারা কার্ড নিয়ে এসেও টিকা পাননি তাদের পরে এসে নিতে বলা হয়েছে ।’

হরষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার হোসেন ভূঁঞা জানান, উপজেলার একজন পদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে। চাহিদার তুলনায় টিকা কম বলে বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার জন্য এটা করা হয়েছে।

সর্বশেষ খবর