সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার খাদ্য উপহার পেল সিরাজগঞ্জের আরও ১২০০ জন

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

বসুন্ধরার খাদ্য উপহার পেল সিরাজগঞ্জের আরও ১২০০ জন

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে গতকাল সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও উল্লাপাড়ায় ১২০০ অসহায় পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

দোকান কর্মচারী আরমান সেখ। লকডাউনের কারণে দোকানপাট বন্ধ। করোনা প্রতিরোধে লকডাউনের কারণে দেড় মাস কর্মহীন। স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান প্রদত্ত খাদ্য সহায়তা পেয়ে তার মুখে হাসি ফুটে উঠেছে। গতকাল বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও উল্লাপাড়ায় ১ হাজার ২০০  তাঁত শ্রমিক, হকার ও অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় সবার মাঝে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। আজ সোমবার জেলা সদর ও কামারখন্দে ৯০০ মানুষকে খাদ্য সহায়তা  দেওয়া হবে। গতকাল সকাল ১১টায় সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় কালের কণ্ঠের শুভসংঘ খাদ্যসামগ্রী বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবানী রায়, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, সিরাজগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা প্রদীপ সাহা, জেলা প্রতিনিধি অসীম মন্ডল, বেলকুচি উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ প্রমুখ। দুপুরে চৌহালী উপজেলার এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল লতিফ বিশ্বাস বলেন, মহামারীর সময়ে বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় আবদুল কাদের মিয়া, ফজলুল হক ডনু, আলহাজ উদ্দিন উপস্থিত ছিলেন। বেলা ২টায় শাহজাদপুর উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া মাদীনাতুল উলুম কওমি মাদরাসা মাঠে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, রাশেদুল ইসলাম রাশেদ, আশিকুল হক দিনার, তরুণ খন্দকার, মো. এনামুল কবির ও খন্দকার চঞ্চল মাহমুদ। বিকাল ৪টায় উল্লাপাড়া এম আকবর আলী সরকারি কলেজ মাঠে ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সাবেক এমপি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, এই মহামারীর মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মানুষকে খাদ্য সহায়তা দিয়ে মানুষের জীবন রক্ষা করছেন। উপজেলাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, আমি বসুন্ধরা গ্রুপের সফলতা কামনা করছি। কালের কণ্ঠের শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে রোদ-বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কালের কণ্ঠের শুভসংঘ জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর