সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা
জেলা প্রশাসনের প্রতিবেদন

রূপগঞ্জে আগুনে দায়ী কারখানার মালিক ও সরকারি সংস্থা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি (সেজান জুস) কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে কারখানার মালিকের অনিয়মসহ সরকারি সংস্থার গাফিলতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তদন্ত প্রতিবেদনে ২০টি সুপারিশ করা হয়েছে।  গতকাল রাতে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী ৫ আগস্ট রাতে ৪৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে কারখানার সংশ্লিষ্ট দফতরের গাফিলতির বিষয়টি উল্লেখ রয়েছে।

 কলকারখানা অধিদফতরের গাফিলতির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করবে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক বলেন, ওই কারখানার পরিবেশ অধিদপ্তরের সনদ ছিলো না, বিল্ডিং কোড ছিলো না, ফায়ার সার্ভিসের এনওসি পাওয়া যায়নি। সেই সঙ্গে ফায়ার সেফটি ছিলো না- এসব বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে কারখানা মালিকের অনিয়ম পাওয়া গেছে তদন্তে। উল্লেখ্য, গত ৮ জুলাই রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর