শিরোনাম
মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আপত্তিকর পোস্টের অভিযোগে মাদরাসা ছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগঞ্জে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টের অভিযোগে মনিরুল ইসলাম সৈকত নামে এক মাদরাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ও জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। গতকাল সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ৭ আগস্ট হ্যালো পীরগঞ্জ গ্রুপ নামক ফেসবুক গ্রুপে Md Monirul Islam (Saykat) নামক ফেসবুক আইডি থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ছবি পোস্ট করা হয়। এ নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই পোস্টধারীকে গ্রেফতারে অনুসন্ধানে নামে পুলিশ। পরে ফেসবুক পোস্টকারীর নাম ও ঠিকানা চিহ্নিত করা হয়।

 গত রবিবার রাতে বড় আলমপুর ইউনিয়নের সন্ন্যাসীর বাজারে জড়িত অপরাধীর পিতার মুদিখানা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। ফেসবুক পোস্টকারী ১০০০ টাকার নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে মাস্ক সেট করে ‘বাঙালি পারে না এমন কোনো কাজ নাই, এটাই দেখার বাকি ছিল’ লেখা ছবি যার ক্যাপশন হিসেবে ‘আমরাও পারি’ লিখে পোস্ট করেন। উক্ত ফেসবুক পোস্টের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করে।

রংপুরের সহকারী পুলিশ সুপার ডি সার্কেল কামরুজ্জামান জানান, জাতির পিতাকে অবমাননা করায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর