বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

খুলনায় সরকারি জমিতে উন্নয়ন কাজে বাধা দিচ্ছে দখলদাররা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রায় ৫০ বছর পর সরকারি জমি উদ্ধার হলেও খুলনার ডুমুরিয়ায় কৌশলে ফের ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন দখলদাররা। চুকনগরের যতীন কাশেম সড়কের দুই পাশে জেলা পরিষদের জমিতে উন্নয়ন কাজেও তারা বাধা দিচ্ছেন। জানা যায়, চুকনগরে ওই স্থানে সরকারি জমিতে ৮৫টি অবৈধ স্থাপনা একতলা, দোতলা ভবন তৈরি করে ভাড়া আদায় করতেন প্রভাবশালী দখলদাররা। সম্প্রতি প্রশাসনের সহায়তায় এসব অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন পর উদ্ধার করা ওই জমি ফের দখলে নিতে টালবাহানা শুরু করেছেন একই দখলদাররা। রাজস্ব আয় বৃদ্ধিতে জেলা পরিষদ সেখানে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিলে বাধা দেওয়া হচ্ছে। তারা জেলা পরিষদের এই প্রকল্পের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করলে আদালত স্থগিতাদেশ দেয়। তবে ২ আগস্ট সুপ্রিম কোর্টের এ্যাপিলেট ডিভিশনে ৫৭০/২০২১ নং আপিল পিটিশন শুনানিতে ওই আদেশ স্থগিত হয়। এর মধ্যে দখলদাররা পানি নিষ্কাশনের সুবিধার কথা বলে ওই জমিতে ড্রেন করার প্রচারণা চালাচ্ছেন। এতে অবকাঠামো উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কর্মকর্তারা। 

সর্বশেষ খবর