বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কবর অবমাননাকারীদের বিচার চাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কবর অবমাননাকারীদের বিচার চাই

মাসদাইর কবরস্থানে কতগুলো কবরের ওপর শ্মশান থেকে আনা মাটি ফেলার ঘটনার সঙ্গে কে কে জড়িত তদন্ত করে দেখার দাবি তুলেছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪)। তিনি গতকাল ওই কবরস্থানে তার বাবা-মায়ের কবরের ওপর থেকে শ্মশানের মাটি অপসারণের পর গিলাফ পরিয়ে দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তদন্তের দাবি জানান। নিজের পূর্বপুরুষ এবং বেশ কজন মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকের কবর শ্মশানে মরদেহ-গোড়ানো মাটি দিয়ে ঢেকে ফেলা হয়েছে দেখে সোমবার কান্নায় ভেঙে পড়েছিলেন শামীম ওসমান। এ প্রসঙ্গে গতকাল তিনি বলেন, যারা এ খেলা খেলছেন কিংবা খেলাচ্ছেন তাদের বলি, আমি ধৈর্যশীল কারণ আমি একজন নেত্রীর কর্মী যিনি বিষকে হজম করেন। আমিও চেষ্টা করছি বিষকে হজম করতে। যদি নারায়ণগঞ্জের মানুষের ধৈর্যচ্যুতি ঘটে তবে আমি তো নারায়ণগঞ্জের মানুষের বাইরের কেউ না। তাই অনুরোধ করব অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন। কারণ সবাই তো আর নীলকণ্ঠী না। মাসদাইর কবরস্থান রক্ষণাবেক্ষণের দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-নাসিকের। এ ঘটনায় নাসিক মেয়র আইভী সমবেদনা জানিয়েছেন কি না প্রশ্ন করা হলে শামীম ওসমান বলেন, মেয়রের কাছ থেকে কোনো ফোন বা এসএমএস পাইনি তবে আশা করেছিলাম। তিনি বলেন, কবর নিয়ে যা করা হলো আমার মনে হয় তা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা। এখানে এ পুকুরে পি- দান করা হতো। আগে কবরস্থান ও শ্মশানের মাঝে দেয়াল তৈরি করে পরে উন্নয়নকাজ শুরু করলে ভালো হতো। শামীম ওসমান বলেন, মেয়র শোকার্ত তার কথা থাক। নাসিকের সিইও কিংবা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা মানুষের ট্যাক্সের পয়সায় লালিতপালিত তাদের কাউকেও দেখি না। আমি এমপি, তারা আমার সঙ্গেই কথা বলেননি মর্মাহত অন্যদের সঙ্গে কথা বলবেন?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর