বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জনতা ব্যাংকের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংকের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা গত সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় -বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা সোমবার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সরকারের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদ মোল্লা সংযুক্ত থাকেন। সভার শুরুতেই ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধুর উন্নয়নচিন্তা ও অর্থনৈতিক দর্শন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে ড. এস এম মাহফুজুর রহমান বক্তব্য দেন। বিশেষ করে চলমান কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত আর্থিক খাত পুনরুজ্জীবিত করার মানসে প্রধানমন্ত্রী-ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে জনতা ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের উন্নয়নে তিনি সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও সকল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ উদ্যাপনকালীন ব্যাংকের ১৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আবদুছ ছালাম আজাদ বক্তব্য দেন। একই সঙ্গে তিনি ২০২০ সালের ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক সূচকসমূহের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ২০২০ সালে ব্যাংকিং সেক্টরে আমানতের গড় প্রবৃদ্ধি হয়েছে ১৩.১২%, সেখানে জনতা ব্যাংকের প্রবৃদ্ধি হয়েছে ১৯.১৮%। ঋণ ও অগ্রিম খাতে গড় প্রবৃদ্ধি ৮.৮১%, সেখানে জনতা ব্যাংকের প্রবৃদ্ধি ১০.৩৭%।

বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, মেশকাত আহমেদ চৌধুরী, কে এম শামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, মোহাম্মদ হেলালউদ্দিন, বোর্ডের সম্মানিত পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির, ব্যাংকের ডিএমডি মো. জসিম উদ্দিন ও মো. আবদুল জব্বার, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ এফসিএ এসিসিএ, কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান গাজীসহ মহাব্যবস্থাপকরা সভার কার্যক্রমের সঙ্গে অনলাইনে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর