বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মূল্য সংশোধনে সূচক কমল শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

একটানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সূচক কমেছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। কমেছে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ। ডিএসইতে সব খাত মিলে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ২২৩টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৬১৭ পয়েন্টে নেমে গেছে। বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৯৯ কোটি ৩৪ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে  বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮০ পয়সা বেড়ে দিনশেষে প্রতিষ্ঠানের শেয়ার দর হয়েছে ৯৭ টাকা ৯০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১০৪  কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০২  কোটি ৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে। দাম কমেছে ১৭৬টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর